নিউজ

সুশান্ত মৃত্যু তদন্তে অভিযুক্তের তালিকায় নতুন নাম, অভিযুক্ত হলেন নতুন মহিলা

দিন যাচ্ছে বাড়ছে তদন্ত। সময় এর সাথে সাথে জটিলতর হচ্ছে এই মামলা। দিনদিন উঠে আসছে নতুন তথ্য ক্রমশ বেড়েই চলেছে অভিযুক্তের তালিকা। এই তালিকায় সর্বশেষ রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী। তবে এই মামলায় নবতম সংযোজন “জামিলা ক্যালকাটা ওয়ালা”।

সুশান্তের মৃত্যুর দিন একটি ভিডিও ফুটেজ শোরগোল ফেলে দিয়েছিল ৷ ভিডিওতে এক মহিলাকে নিয়ে উঠেছিল রহস্য ৷১৪ই জুন, নীল ও সাদা চেক টপ এবং কার্গো প্যান্ট পরা এক মহিলাকে সুশান্তের ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি উধাও হয়ে যান। আবার যখন সুশান্তের দেহ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল তখন তিনি আবার সবার সামনে আসেন।ঠিক পরমুহুর্তেই তিনি ফের উধাও হয়ে যান।এর পরে এই মহিলাকে সুশান্তের হাউস ম্যানেজারের সঙ্গে কথা বলতে দেখা যায়।

প্রশ্ন ওঠে কে এই মহিলা? জানা যাচ্ছে এই মহিলা রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর প্রেমিকা “জামিলা ক্যালকাট্টাওয়ালা’। “জামিলা ক্যালকাট্টাওয়ালা’ পেশায় একজন মডেল।রিয়া এবং সুশান্তের যে চ্যাট এর স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেখানে উঠে এসেছে এই নামটি।

“জামিলা ক্যালকাট্টাওয়ালা’ সৌভিক চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। জানা যাচ্ছে , “জামিলা ক্যালকাট্টাওয়ালা’ রিয়া এবংসৌভিক সুশান্তের সঙ্গে গতবছরের ইউরোপের ট্রিপে গিয়েছিলেন।

Back to top button