শর্ত সাপেক্ষে জামিন পেলো মণীশ, খবর পেয়ে খুশি জেলবন্দি কেষ্ট
গোরু পাচার মামলায় কেষ্ট মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে শুক্রবার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। মাস ছয়েক আগে এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মণীশ। কেষ্ট, সুকন্যার মতো তিনিও বর্তমানে তিহার জেলে বন্দি।
বিচারপতি দীনেশকুমার শর্মার বেঞ্চ ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বেল বন্ডে মণীশের জামিন মঞ্জুর করেছেন। তবে তাঁকে বিদেশে যেতে নিষিদ্ধ করা হয়েছে। তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছে। তাঁর মোবাইলও সব সময়ের জন্য চালু রাখতে হবে।
আদালতের আরও নির্দেশ, মণীশকে তলব করা হলে সঙ্গে সঙ্গে হাজির হতে হবে ইডির তদন্তকারী আধিকারিকের সামনে। আপাতত আদালতে হলফনামায় যে ঠিকানা দেওয়া আছে, সেখানেই থাকতে হবে তাঁকে।
এদিন মণীশ জামিন পেলেও দিল্লি হাইকোর্টে ফের খারিজ হয়েছে সুকন্যার জামিনের আর্জি। ফলে কেষ্টর মতো তাঁকেও দুর্গাপুজো জেলেই কাটাতে হবে বলে মনে করছেন আইনজীবীরা।
কেষ্ট মণ্ডল নিজের বা মেয়ের জামিনের আর্জি বারবার খারিজ হওয়ায় মনমরা ছিলেন। এদিন মণীশের জামিন মঞ্জুর হওয়ায় তিনি খানিকটা খুশিই।