রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয় আমাদেরই হবে : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘১৯৪৫ সালে যেমনটি হয়েছিল, (এবারও) জয় আমাদেরই হবে।’ স্বাধীনতা দিবসের ভাষণে এ কথা বলেছেন তিনি।
রাশিয়ার স্বাধীনতা দিবসের ভাষণে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোকে অভিনন্দন জানান ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘নাত্সি দখলদারদের হাত থেকে আমাদের ভূমিকে মুক্ত করতে জায়গায় জায়গায় আজ আমাদের সেনারা লড়াই করছেন, ১৯৪৫ সালে যেমনটি করেছিলেন।
জয় আমাদেরই হবে।’
প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, ‘নাত্সিবাদের পুনর্জন্ম ঠেকানো আমাদের সবার দায়িত্ব। এটি বহু দেশের মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। আশা করি, নতুন প্রজন্ম তাদের বাপ-দাদার স্মৃতির প্রতি সুবিচার করবে।
অপরদিকে,রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রশংসা ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐক্যের ঘাটতি দেখা যাচ্ছে। রোববার (৮ মে) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার নীতি আরও ত্বরান্বিত করেছে। অন্য যেকোনো দেশের তুলনায় তারা আরও বেশি পদক্ষেপ নেবে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ বলেই এটি সম্ভব হচ্ছে। যুক্তরাজ্যও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।