নিউজ

ভারতে নিষিদ্ধ হলো PUBG সহ একাধিক অ্যাপ

ভারতে নিষিদ্ধ হল জনপ্রিয় গেমিং অ্যাপ PUBG . সেইসঙ্গে শতাধিক অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল মোদী সরকার।মোট ১১৮টি অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফ থকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এইসব অ্যাপ ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন করে চিনের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে লাদাখ সীমান্তে ।তাই এই পরিস্থিতি গ্রহণ করা হলো । সেই তালিকায় রয়েছে উইচ্যাট, বাইডু-র মত একাধিক অ্যাপ।গালওয়ানে চিন-ভারত সংঘাতের পর ব্যান করে দেওয়া হয়েছিল ৪৭ টি অ্যাপ। যার মধ্যে ছিল হেলো, টিক টক, বুউটি প্লাসের মত একগুচ্ছ জনপ্রিয় চিনা অ্যাপ। ওই সব অ্যাপের মাধ্যমে চিনের সার্ভারে ডেটা চলে যাচ্ছিল বলে অভিযোগ ওঠে ভারতের তরফে।

পরপর দু’দফায় চিনা অ্যাপ ব্যান করেছে কেন্দ্রীয় সরকার। প্রথম দফায় ৫৯টি ও পরের দফায় ৪৭ টি অ্যা।
কেন্দ্রের অভিযোগ ছিল, এই ৫৯টি অ্যাপ ভারতের তথ্য চুরি করছে। অ্যাপ ব্যবহারকারীর নাম, ঠিকানা,সোশ্যাল মিডিয়ার পোস্ট, নানারকম গুরুত্বপূর্ন তথ্যের উপর গোপনে নজরদারী চালায় এই অ্যাপগুলি। এমনকী, ভারতের সার্বভৌমত্ব,সৌভ্রাতৃত্বকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে। তাই গত ২৯ জুন এই ৫৯টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। এই নির্দেশিকার জেরে চিনের অর্থনীতি ব্যপক ধাক্কা খাবে। এক কথায়, বেজিংকে ভাতে মারতে প্রস্তুত ভারতীয় সরকার।

Back to top button