নিউজ

প্রধানমন্ত্রী মোদীর ভাষণে শুরু সংসদের বিশেষ অধিবেশন, প্রথমদিনই ৬টি বিরাট চমক!

ভারতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে আজ, সোমবার। এই অধিবেশনটি সংসদের ৭৫ বছর উদযাপনের জন্য এবং নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হওয়ার জন্য রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষণ

সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় ভাষণ দেবেন। তিনি সংবিধানের সাফল্য, অভিজ্ঞতা এবং নানা স্মৃতি এবং শিক্ষা নিয়ে বক্তব্য রাখবেন।

মহিলা সংরক্ষণ বিল

একাধিক বিরোধী দল সংসদের বিশেষ অধিবেশনে মহিলাদের সংরক্ষণ বিল পেশ করার দাবি তুলেছে। যদিও বিশেষ অধিবেশনে সেই বিল পেশ করা হবে কি না, তা নিয়ে কোনও ইঙ্গিত মেলেনি।

নতুন পরিচয়পত্র

জানা গিয়েছে, সংসদের এই বিশেষ অধিবেশনের জন্য নতুন পরিচয়পত্র দেওয়া হয়েছে সাংসদদের।

নতুন সংসদ ভবন

সংসদের বিশেষ অধিবেশনের প্রথমদিন অর্থাৎ সোমবার পুরনো সংসদ ভবনে আলোচনা হবে। ১৯ সেপ্টেম্বর পুরনো সংসদ ভবনে ফোটোসেশন হবে। তারপর সকাল ১১টায় সেন্ট্রাল হলে একটি অনুষ্ঠান হবে। এরপর নয়া সংসদ ভবনে প্রবেশ। মঙ্গলবার সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। ২০ সেপ্টেম্বর থেকে নয়া সংসদ ভবনে নিয়মিত কাজকর্ম শুরু হবে।

সংসদ ভবনের কর্মীদের নতুন ড্রেস কোড

নতুন সংসদ ভবনে নয়া লুকে দেখা যাবে কর্মীদের। নিয়মকানুন আদপ-কায়দায় ভোল বদলাচ্ছে। বদলে যাচ্ছে পোশাকও। সংসদের কর্মীদের জন্য নতুন ড্রেস কোড চালু করা হয়েছে। সংসদে মার্শালরা সাফারি স্যুটের পরিবর্তে ক্রিম রঙের কুর্তা পাবেন। সংসদ চত্বরে মোতায়েন নিরাপত্তারক্ষীরা পরবেন নতুন ইউনিফর্ম। হিলা কর্মচারীরা পুরনো ডিজাইনের পরিবর্তে নতুন ডিজাইনের একটি শাড়ি পরবেন। নতুন ইউনিফর্মে থাকবে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। ইউনিফর্মে থাকবে ‘নেহরু জ্যাকেট’ ও ‘খাঁকি রঙের প্য়ান্ট’।

Back to top button