আন্তর্জাতিকনিউজ

ক্যালিফোর্নিয়ার চার্চে হঠাত্‍ বন্দুকবাজের হামলা, এই শ্যুটআউটের ঘটনায় ৬ জনের শরীরে গুলি লাগে

আমেরিকা যুক্তরাষ্ট্রে বন্দুকবাজদের হানা খুবই স্বাভাবিক ঘটনায় পরিনত হচ্ছে। রবিবার দুপুরে ক্যালিফোর্নিয়ার একটি চার্চে এক বন্দুকবাজ হঠাত্‍ই এলোপাথাড়ি গুলি চালাতে আরম্ভ করে। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চার্চের সামমে থাকা ওই ব্যাক্তির গুলি লাগলে প্রাথমিকভাবে তাঁকে কাছের এটি হাডপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালেই ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়।

কী ঘটেছে ক্যালিফোর্নিয়ার চার্চে?
মার্কিন সংবাদমাধ্যমের খবর, রবিবারের দুপুর হওয়ায় চার্চে সাধারণ দিনের চেয়ে ভিড় বেশি ছিল। প্রায় ৬০ জন মানুষ ক্যালিফোর্নিয়ার ওই চার্চে উপস্থিত ছিলেন। সে সময় এক ব্যাক্তি ওখানে উপস্থিত হয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গির্জায় থাকা লোকদের মধ্যে ৬ জন’এর শরীরে গুলি লাগে। এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। চার্চে গুলি চালানো বন্দুকবাজকে ঘটনার কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলে স্থানীয় মানুষ এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে এই শ্যুটআউটের ঘটনায় যে পাঁচজন আহত হয়েছে তাদের বেশিরভাগই এশিয়ার লোক।

শনি-রবিবার আমেরিকার একাধিক জায়গাতে বন্দুকবাজের হামলা
ক্যালিফোর্নিয়া চার্চের মতোই টেক্সাসেও বাজারে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে এক বন্দুকবাজ এবং ঘটনায় দু’জন মারা গিয়েছে। অন্যদিকে শনিবার নিউইয়র্ক সিটিতে এরকমই এক বন্দুকবাজের হঠাত্‍ গুলি চালানোর ফলে ১০ জনের মৃত্যু হয়েছে। এগুলি নিছকই বন্ধুকবাজের ব্যক্তিগত হিংসা নাকি এর পেছনে বড় কোনও চক্রান্ত বা সন্ত্রাসবাদী ছক রয়েছে, তা খতিয়ে দেখছে আমেরিকা।

Back to top button