নিউজঅফবিট

ক্যামেরা সামনে যেতেই নতুন চরিত্ররে রিয়া চক্রবর্তী

গত দুই দিন ধরে রিয়া চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন রকম খবর আসছে। অপরদিকে আগ্রায় রিয়ার স্কুলের শিক্ষকদের মুখ থেকে জানা গেছে তাঁর ছাত্রাবস্থার বিভিন্ন অজানা তথ্য।

সাংবাদিক এর ক্যামেরার সময় আস্তেই রিয়া কিছু মন্তব্য করেন। তাকে গোলাপি শার্ট আর শর্ট জিনস প্যান্টে দেখা যাচ্ছে। সম্ভবত কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তিনি নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময়ে সাংবাদিক তাঁকে ‘রিয়া ম্যাম’ বলে ডাকলে রিয়াকে অত্যন্ত বিরক্তি অনুভূত করে ও বিরক্তির সাথে প্রকাশ করে বলতে শোনা যায়–আপনারা সব জায়গায় কীভাবে পৌঁছে যান!

কিন্তু ওই সাংবাদিক রিয়াকে সেলিব্রিটি বলে উল্লেখ করে,গাড়িতে ওঠার মুখে রিয়া বলেন– আমি সেলিব্রিটি নই, মানুষ। এরপরই ‘বাই’ বলে গাড়িতে উঠে পড়েন সুশান্তের কাণ্ডের তদন্তের তালিকায় থকা রিয়া চক্রবর্ত।

Back to top button