করোনা থেকে আপনার সন্তানকে দূরে রাখার কিছু সহজ উপায়, জেনেনিন ১ ঝলকে
চীনের উহান প্রদেশের থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল।এরপর ধীরে ধীরে গোটা বিশ্বে এটি ছড়িয়ে পড়তে থাকে।বর্তমানে এই ভাইরাস মানুষ অনেক আতঙ্কে রয়েছে।বড়রা তাদের সন্তানদের নিয়ে বেশ আতঙ্কেই রয়েছে। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, এতে আতঙ্ক ছড়িয়ে লাভ নেই, এর প্রতিরোধে বেশ কিছু হাইজিন মানতে হবে, তাহলেই এটি ঠেকানো সম্ভব।তাহলে জানা যাক আপনার সন্তানদের থেকে কিভাবে এই ভাইরাসকে দূরে রাখবেন।
> সাবান দিয়ে দুহাতে ওপরের অংশ ও আঙুলের ফাঁকের অংশ গুলো ২০ মিনিট ধরে বেশ ভালো করে পরিষ্কার করতে হবে।
> আপনার সন্তানরেরা স্কুলে বা যদি বাইরে অন্য কোথাও ঘুরতে গিয়ে থাকে তবে তাদের সাথে হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই রাখার পরামর্শ দিন।
> সহপাঠীদের জ্বর হলে আপনার সন্তানেরা যেন তাদের কাছে একদম ঘেঁষে না থাকে, এছাড়াও তাদের সাথে হ্যান্ড শেখ না করে।
> আপনার সন্তানের কোনো সহপাঠী যদি করোনা আক্রান্ত যেকোনো দেশ থেকে সদ্য দেশে ফিরেছে জানলে আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন না।
> আপনার সন্তানের যদি হাঁচি বা কাশি দেখা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সন্তানকে মুখে মাস্ক পরার পরামর্শ দিন।আর যদি জ্বর হয়ে থাকে তাহলে কোনো জন্মদিন বা কোনো অনুষ্ঠানে যেতে দেবেন না।