নিউজ

ইউক্রেনে ‘গণহত্যা’: বিশ্বের কাছে রাশিয়ার বিচার দাবি করলেন জেলেনস্কি

ইউক্রেনে ‘গণহত্যা’ চালানোতে রাশিয়ার বিচার দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিচার চান।

তিনি বলেছেন, রাশিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত নুরেমবার্গের মতো একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে হাজির করা উচিত।

নিউ ইয়র্ক সময় মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে আট) নিরাপত্তা পরিষদে ভার্চুয়ালি ভাষণ দেন ভোলোদিমির জেলেনস্কি।

ভিডিও চিত্র প্রদর্শন ও আবেগপূর্ণ বর্ণনা দিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনে গত ৪১ দিনে রাশিয়া যা করেছে তার মাত্র একটি উদাহরণ বুচার ‘গণহত্যা’।

জেলেনস্কি বলেন, বিশ্ব এখনো সম্পূর্ণ সত্য জানতে পারেনি। তিনি অভিযোগ করেন, রাশিয়ার সামরিক বাহিনী দখল করা গ্রামগুলোতে প্রকাশ্যে লুটপাট করেছে।

জাতিসংঘে রাশিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়ার কর্মকাণ্ড বন্ধে নিরাপত্তা পরিষদ কোনো পদক্ষেপ নিতে না পারে তাহলে এই সংস্থার বিলোপ করে দেওয়া উচিত। কারণ প্রমাণ হচ্ছে যে, আপনারা আলোচনা করা ছাড়া আর কিছুই করতে পারেন না।

সূত্র: বিবিসি

Back to top button