নিউজ
আধার কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত, সমর্থন করলো ভারতের আইন মন্ত্রক
ভারতের মানুষকে সরাসরি ভর্তুকি ও সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল আধার কার্ড ।ধীরে ধীরে এই কার্ডের মাধ্যমে সরকার পুরো সরকারি ব্যবস্থাকে বদলে নিয়ে যাচ্ছে নতুন পর্যায়ে।যা দেশ ও মানুষের জন্য খুবই জরুরি বলে মনে করছে অনেকেই। আর সেই ধাপে এগিয়ে নতুন পদক্ষেপ নিলো সরকার।
সম্প্রতি আধারকার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি করণের প্রস্তাব আইনমন্ত্রকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন।এবার সেই প্রস্তাবকেই সমর্থন জানালো আইনমন্ত্রকের সংসদীয় কমিটি।আইনমন্ত্রক এই প্রসঙ্গে জানিয়েছে যে এরফলে খুব সহজেই ভুয়ো ভোটার চিহ্নিত করা যাবে।তবে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকলে সেই ব্যক্তি যখন ভোট দিতে যাবেন তখন তার ভোটার কার্ড আধার সংযুক্তিকরণ করা আছে কিনা সেই বিষয় তখন দেখা হবেনা।