অনলাইনে পেমেন্টের নামে ধোঁকা! নিজের ফাঁদেই অবশেষে পড়লেন ধরা, গ্রেফতার যুবক
অনলাইন পেমেন্টের নামে জালিয়াতির ফাঁদ পেতেছিল এক যুবক। কয়েকদিন ধরে কাঁচরাপাড়া এলাকায় এক যুবক দোকানে ঢুকে অনলাইনে টাকা দেওয়ার অজুহাতে পালিয়ে যায়! প্রথমে বিক্রেতারা বুঝতে না পারলেও ঘটনাটি বুঝতে পেরে ওই যুবককে ধরে ফেলে।
জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম স্নেহাশিস দাস। বাড়িটি কাঁচরাপাড়া ওয়ার্কশপ রোডের থানার মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে লক্ষ্মী সিনেমা মোড় থেকে দুই প্যাকেট সিগারেট কেনেন স্নেহাশী। দাম 680 টাকা। দোকান মালিকের মতে, ওই যুবক তাকে পেমেন্ট অনলাইনে করবে বলে। একইভাবে, স্নেহাশিস ইন-স্টোর পেমেন্ট QR কোডও স্ক্যান করে। কিন্তু পেমেন্ট বিক্রেতার কাছে যায়নি। তার মোবাইল ফোনে কোনো নোটিফিকেশন আসেনি বলে দাবি করেন তিনি। সে স্নেহাশিসকে বলে, কিন্তু স্নেহাশিস কথা উপেক্ষা করে তার বাইকে পালিয়ে যায়। পরে দোকানে ফিরে সে স্নেহাশিসকে আগের অর্থের কথা বলে এলাকা ছেড়ে চলে যায়।
এ ঘটনায় কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমার মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার দোকানিরা খুঁজতে থাকে। তারা তাকে কলেজের কাছে একটি দোকানের বাইরে ধরে ফেলে। গ্রেফতারকৃত যুবক তার মোবাইল ফোনে অর্থপ্রদানের বিবরণ চাইতে হকচকিয়ে যায় । পালানোর চেষ্টা করলে অন্য দোকানদারদের হাতে ধরা পড়েন।
শ্রীজীব সাহা নামে এক দোকানের মালিক জানান, বিকেলে বাইক নিয়ে দু’জন আসেন। অনলাইন পেমেন্টের জন্য তার দোকান থেকে তিন প্যাকেট সিগারেটের জন্য ১৮০ টাকা। তবে তার মোবাইল ফোনে পেমেন্টের নোটিফিকেশন না আসায় তাকে থামতে বলা হলে সে তার বাইকে করে পালিয়ে যায়।
স্নেহাশিসকে আটক করে বিজপুর থানায় রিপোর্ট করা হয়েছে। পুলিশ এসে স্নেহাশীকে গ্রেফতার করে। পরে, পুলিশ জানতে পারে যে যুবকটি বেশ কয়েকটি দোকানে একই রকম অপরাধ করেছে।