নিউজ

স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দ্বিগুণ! আর্থিক বোঝায় নাভিশ্বাস রাজ্য পুলিশের কর্মীদের

রাজ্য পুলিশের নিচুতলার কর্মীদের উপর বাড়ছে আর্থিক বোঝা। তাঁদের জন্য চালু করা বার্ষিক স্বাস্থ্য বিমার প্রিমিয়াম এক ধাক্কায় বেড়ে দ্বিগুণ হয়েছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিস এবং হোমগার্ডদের জন্য এই প্রিমিয়াম বাড়িয়ে ৪ হাজার ১০০ থেকে ৮ হাজার ২০০ টাকা করা হয়েছে। কনস্টেবল ও অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মীদের জন্য প্রিমিয়াম বাড়িয়ে ১০ হাজার থেকে ২১ হাজার টাকা করা হয়েছে।

এই সিদ্ধান্তের কারণে পুলিশ কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, এই বাড়তি প্রিমিয়ামের টাকা বহন করা তাদের পক্ষে অসম্ভব।

সূত্রের খবর, আগের বিমা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন কোম্পানির সঙ্গে সমঝোতা হয়েছে রাজ্য পুলিশের। আর তাতেই বেড়েছে বিমার অঙ্ক। নতুন বিমা সংস্থার যুক্তি, চিকিৎসার খরচ বেড়ে যাওয়ার কারণে প্রিমিয়ামের অঙ্ক বাড়ানো হয়েছে।

কিন্তু পুলিশ কর্মীরা এই যুক্তি মানতে নারাজ। তাঁদের দাবি, আগের বিমা সংস্থার থেকে চিকিৎসার মান ভালো ছিল।

স্টেট ওয়েলফেয়ার কমিটি রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে জানিয়েছে, বর্ধিত প্রিমিয়ামের খরচ বহন করতে সমস্যার মধ্যে পড়ছেন পুলিশ কর্মীরা।

Back to top button