নিউজ

রাতের আগুনে পুড়ে গেলো এই জাতীয় উদ্যান

আমাজনের আগুনের ক্ষত এখনও রেই গেছে।তারমধ্যেই আবার উত্তরবঙ্গের ‘আমাজন’ বলে পরিচিত জলদাপাড়া জাতীয় উদ্যানে এক বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।সোমবার রাতে জলদাপাড়া জঙ্গলের মালঙ্গী বিটের তোর্সার চোর লাগোয়া ঘাসবনে আগুন লেগে ছাই হয়ে যায় এই উদ্যান।এর ফলে ওই উদ্যানের ওপর নির্ভর প্রাণিকুল নতুন একটি বিপদে পড়েছে।আর সেই তালিকায় রয়েছে হরিণ, বিপন্ন প্রজাতির খরগোশ, ময়ূর।

বন দফতরের সূত্রে জানা যায়, এই আগুনে অজস্র কীটপতঙ্গ, জীবজন্তুর ডিম্ নষ্ট হয়ে গেছে বলে আশংকা করা হচ্ছে।এরপর সোমবার গভীর রাতেই এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।কিন্তু মঙ্গলবার কিছু কিছু জায়গায় হালকা হালকা আগুন ধরতে দেখা গিয়েছে।

পরিবেশবিদরা জানিয়েছেন, পরিবেশ ও জাতীয় উদ্যানের বাস্তুতন্ত্রের এই অগ্নিকান্ড খুবই ক্ষতিকর।এতে তৃণভোজীর খাদ্য সংস্থান ও বাসস্থানে সংকট দেখা দিতে পারে।এখানে আগুন লাগলেও বাস্তুতন্ত্রের ক্ষতি হয়ে গেলো অনেক বড়।

Back to top button