নিউজ

করোনা: ৭ দিনে ক্ষতি ১১০০ কোটি টাকা, ব্যবসায়ীদের মাথায় হাত

করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব। চীনের উহান প্রদেশ থেকে শুরু হওয়া এই ভাইরাসের আক্রমণে কাঁপছে গোটা বিশ্ব।আর এই ভাইরাসের প্রভাব এসে পড়ছে বিভিন্ন সামাজিক থেকে ব্যবসায়িক মহলে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোল্ট্রি ব্যবসায়ীরা।

করোনা ভাইরাসের প্রভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ভারতের পোল্ট্রি ব্যবসায়ীদের। অল ইন্ডিয়া পোল্ট্রি ব্রিডার্স এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আজ জানিয়েছেন করণের প্রভাবে প্রচুর ক্ষতি হয়েছে পোল্ট্রির ব্যবসাতে।গোটা দেশেই ব্যাপক ভাবে পড়েছে করণের প্রভাব।পোল্ট্রি ব্যবসায় ৭ দিনে ক্ষতি হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকার বেশি।প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় ১৬০ কোটি টাকা।

অপরদিকে ভারতে ৪৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায় সাধারণ মানুষ কিছুটা আতঙ্কেই দিন কাটাচ্ছে।

Back to top button