নিউজ

করোনা তাড়াতে রাস্তায় মিছিল বিজেপির বড় নেতার, স্লোগানে বলা হচ্ছে ‘গো করোনা গো’

বিজেপি নেতা ও কেন্দ্রিয়মন্ত্রী রামদাস আঠাওয়াল ক্রমশ ভয়ানক হয়ে ওঠা করোনা ভাইরাসকে তাড়াতে বেছে নিলেন এক অভিনব পন্থা। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে চীন কনসোল জেনারেলের পাশে দাঁড়িয়ে তিনি চিৎকার করছেন ‘গো করোনা গো’ । যেহেতু চীন থেকে এই ভাইরাস এসেছে তাই চীন জেনারেলের পাশে দাঁড়িয়ে তিনি ও তার সমর্থকরা স্লোগান দিয়ে চলেছেন অবিরত।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই অনেকে মন্ত্রীর এই উদ্যোগকে হাসির খোরাক বলে অভিহিত করেছেন।

Back to top button