লাইফস্টাইল
কেন মেয়েদের বেশি ঘুম দরকার?
মানুষমাত্রেই সবারই ঘুম দরকার।শরীরকে সতেজ রাখতে এবং সুস্থ রাখতে ঘুম খুব দরকার।তবে ছেলেদের থেকে মেয়েদের বেশি ঘুম দরকার।কারণ-
গবেষণা বলছে, মেয়েদের মস্তিষ্ক বেশি জটিল, তাই ঘুমও দরকার বেশি। তা ছাড়া মেয়েদের মাথা সারাদিন বেশি খাটে। অন্তত পুরুষদের থেকে বেশি। আবার, অফিসের থেকে বাড়িতে থাকা মেয়েদের মাথা নাকি বেশি খাটে। গবেষকদের বক্তব্য, ঘুম মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে। ঘুমের মধ্যে মস্তিষ্ক বিশ্রাম পায় আর সেটাই খুব প্রয়োজনীয় চিকিৎসা।