লাইফস্টাইল

ত্বক টানটান রাখতে মেনে চলুন এই পদ্ধতি গুলি! জেনেনিন বিস্তারিত

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে আমরা কত কিনা করি। তারপরও দেখা যায় ত্বকের নানা সমস্যা। এছাড়া বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে পড়ে যায় ভাঁজ। অনেকের আবার বয়সের আগেই নানা কারণ ত্বকে ভাঁজ পড়তে দেখা যায়। তাই ত্বক দীর্ঘদিন টানটান রাখতে অনেকেই নামিদামি প্রসাধনী ব্যবহার করেন। যা ত্বকের পক্ষে মারাত্মক ক্ষতিকর।

এক্ষেত্রে ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। কারণ এতে ত্বকের কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে না। বরং ত্বক প্রাকৃতিকভাবেই দীর্ঘদিন টানটান থাকবে। চলুন তবে জেনে নেয়া যাক এমন পাঁচটি ঘরোয়া উপায় যা ত্বকের টানটান ভাব ধরে রাখতে সহায়ক-

>> ত্বকের বলিরেখা দূর করতে স্নানের পর অলিভ অয়েল ম্যাসাজ করুন।

>> শসার রস ম্যাসাজ করুন ত্বকে। ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিন।

>> রাতে ঘুমানোর আগে ত্বকে নারকেলের তেল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

>> ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে উঠিয়ে ধুয়ে ফেলুন।

>> সমপরিমাণ কফি গুঁড়া ও মোটা দানার চিনি মিশিয়ে নিন। মিশ্রণে নারকেলের তেল যোগ করুন। প্যাকটি ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা জলের সাহায্যে ধুয়ে ফেলুন।

Back to top button