লাইফস্টাইল

জামার বোতাম ছেলেদের ডানে, মেয়েদের বাঁ দিকে থাকে কেন জানেন? জেনেনিন

ইতিহাস বিদ দের মতে, জামায় বোতামের চল শুরু হয় সিন্ধু সভ্য তায়। ঝিনু কের খোল দিয়ে বোতাম বানানো হত সে সময়। এর পর ১৩ শতকে জার্মানিতে ছিদ্র যুক্ত বোতামের ব্যবহার শুরু হয়। এ তো গেল ইতি হাসের কথা। কিন্তু শার্ট পরার সময় কখনও খেয়াল করেছেন কি শার্টের বোতাম পুরুষ দের ডান দিকে এবং মহিলা দের বাঁ দিকে থাকে! কিন্তু কেমন এমন হয় ? আসুন জেনে নেই এ সম্পর্কে বেশ কয়েক টি মতা মত।

১৩ শতকের মাঝা মাঝি থেকে বোতাম যুক্ত জামার চল শুরু হয়। সে সময় সাধারণত ধনী ব্যক্তিদের জামাতেই বোতাম থাকত। পুরুষরা নিজে রাই জামা পরতেন। তাই শার্টের বোতাম ডান দিকে লাগানো থাকত। কিন্তু ধনী মহিলা দের জামা কাপড় পরানোর জন্য আলাদা দাসী নিযুক্ত করা হত। দাসী দের জামা পরানোর সুবিধার কথা ভেবেই নাকি মহিলা দের জামার বোতাম বাঁ দিকে লাগানো শুরু হয় বলে দাবি এক দল বিশেষজ্ঞদের।

এক দল ইতিহাস বিদদের মতে, নেপোলিয়ন বোনা পার্টের নির্দেশেই এমন ব্যবস্থার চালু হয়। কারণ, নেপোলিয়ন তাঁর একটি হাত সব সময় শার্টের মধ্যে বুকের কাছে ঢুকিয়ে রাখতেন। মহিলারা নাকি তাঁর এই অভ্যাস টিকে নিয়ে ব্যঙ্গ করতেন। তাই এই সব ব্যঙ্গ বিদ্রুপ বন্ধ করার জন্য নেপোলিয়ন নাকি নির্দেশ দিয়ে ছিলেন মহিলাদের শার্টের বোতাম উল্টো দিকে অর্থাৎ বাঁ দিকে লাগানোর জন্য।

এমনও শোনা যায়, বেশির ভাগ মানুষই ডান হাতি। অর্থাৎ, ডান হাতেই বেশি কাজ করতে অভ্যস্ত। গোটা বিশ্বেই বোতাম লাগানো জামা পুরুষরাই বেশি পরেন। তাই ডান হাতে তাঁদের পোশাক খুলতে সুবিধা হত। এ দিকে শিশু দের স্তন্য পান করানোর সময় মহিলারা বেশির ভাগ ক্ষেত্রে তাঁদের ডান হাত মুক্ত রাখেন। তাই বাঁ দিকে বোতাম থাকলে মহিলা দের সুবিধা হয়।

Back to top button