শরীরের যেসব স্থানে তিল থাকলে বদলে যায় ভাগ্য, জেনেনিন
ছোট কিংবা বড় প্রত্যেকেরই কম বেশি শরীরের যেকোনো স্থানে তিল থেকে থাকে।অনেক সময় সেই তিলগুলি বিপদ ডেকে আনে।তবে সব তিল এক রকম হয় না। শরীরের এমন কিছু জায়গায় তিল থাকলে ভাগ্য বদলে যায়। তাহলে আসুন জেনেনিন কোন কোন জায়গায় তিল থাকলে বদলে যায় ভাগ্য-
১-যাদের কনিষ্ঠায় তিল থাকে তাদের আর্থিক অবস্থা দিন দিন ভালো হতে থাকে।এমনকি এরা দূরদেশ ভ্রমণ করেও থাকেন ।
২-যাদের পায়ের পাতায় তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকেন। সেই সঙ্গে দূরদেশ ভ্রমণ করেন।
৩-যাদের কোমরের যেকোনো দিকে তিল থাকে তারা প্রচুর অর্থের মালিক হলেও কোনো না কোনো ভাবে তারা আজীবন অসুখী থাকেন।
৪-যাদের ডান গালে তিল থাকে তারা বিয়ের পর বিশাল অর্থের মালিক হন।
৫-এমনকি যাদের ঠোঁটের উপরে তিল থাকে তারা জীবনের একেবারে প্রথম দিকে যেকোনো ভাবে অর্থ ও সম্পদের মালিক হয়ে থাকেন।
৬-যাদের নাভির ডানদিকে তিল থাকে তারা প্রচুর অর্থের মালিক হন। এছাড়া এরা নিজেরাও বিরাট পরিমাণ সম্পদের অধিকারী হয়ে থাকেন।