গোলাপি ঠোঁট পেতে চান! তাহলে স্ক্রাব করুন এই উপায়ে
শীতে ত্বক হয়ে পড়ে কালচে ও শুষ্ক। এসময় ত্বক ও ঠোঁটের দরকার বাড়তি যত্ন। নরম ও গোলাপি ঠোঁট সবারই পছন্দের। তাই ঠোঁটের কালচে দাগ বা ছোপ তুলতে স্ক্রাবিংয়ের বিকল্প নেই।
স্ক্রাব করলে ত্বক ও ঠোঁট নরম হয়। ঠোঁটের শুষ্কতা দূর হয়। সেইসঙ্গে ফাটা ঠোঁটের সমস্যা দূর করে। এ ছাড়াও ঠোঁট আর্দ্র থাকে। সামান্য স্ক্রাব করে লিপস্টিক ব্যবহার করলে দীর্ঘ সময় ঠোঁটে থাকে।
স্ক্রাব করলে ঠোঁটের মৃত এবং নিস্তেজ কোষ দূর হয়। তবে সঠিক উপায়ে স্ক্রাব না করলে হীতে বিপরীত হতে পারে। এ জন্য জেনে নিন কীভাবে সঠিক উপায়ে বাড়িতে স্ক্রাব করবেন-
>> প্রথমে ঠোঁট থেকে আগের মেকআপ সরিয়ে ফেলুন এবং আলতো করে ধুয়ে ফেলুন।
>> এবার অল্প পরিমাণে স্ক্রাব নিয়ে তা ঠোঁটে ব্যবহার করুন।
>> ৫ মিনিট ধরে ঠোঁট স্ক্রাব করুন।
>> স্ক্রাবিং হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে স্ক্রাবটি মুছে ফেলুন এবং ঠোঁট ধুয়ে ফেলুন।
>> এরপর ঠোঁটে লিপ বাম ব্যবহার করুন।