লাইফস্টাইল

পোকামাকড় তাড়ানোর, লেবুর রসের টিপস! জেনেনিন বিস্তারিত

ঘরে প্রায়ই নানা রকম পোকামাকড়ের উপদ্রব বাড়ে। আর এর উপদ্রপ থেকে বাঁচতে নানা উপায় খুঁজতে হয়। কিন্তু জানেন কি, আপনার রান্না ঘরেই আছে এর সমাধান। একটি মাত্র উপাদানের মাধ্যমেই এই উৎপাত থেকে সহজেই মুক্তি পাবেন। পোকামাকড়ের উৎপাত থেকে বাঁচতে লেবু দারুণ কাজ করে।

চলুন তবে জেনে নেয়া যাক উপায়টি-

১. জানালার পাশে, দরজার চৌকাঠে বা যেখান থেকে পোকামাকড় ঢোকে সেসব জায়গায় কয়েক ফোঁটা করে লেবুর রস দিয়ে রাখুন।

২. খাবারকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে খাবারের পাত্রের চারধারে লেবুর রসের একটা বৃত্ত এঁকে দিন। দেখবেন, পোকামাকড় আর খাবারের কাছে ঘেঁষবেনা।

৩. ঘর মোছার জলেও কিছুটা লেবুর রস দিয়ে মুছতে পারেন। এতে পোকামাকড়ের উপদ্রব অনেক কমবে।

Back to top button