লাইফস্টাইল

ভ্রু প্লাক করার পর রূপচর্যায় আর কি করা উচিত জানেন কি? জেনেনিন এক্ষুনি

ভ্রু প্লাক প্রায় সব নারীরাই করে থাকেন! তবে অনেকেই জানেন না, ভ্রু প্লাক করার পর ত্বকের যত্নে কী করা উচিত আর কী করা উচিত নয়। ভ্রু প্লাক করার পর রূপচর্চায় কী করা উচিত, আসুন জেনে নেই-

১. ভ্রু প্লাক করার পর মুখ অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুতে হবে। এতে করে খুলে যাওয়া লোমকূপগুলো সংকুচিত হয়ে আসবে এবং ত্বকের লালচে ও জ্বলুনি ভাব দূর হয়। অ্যালোভেরার জেল বা গোলাপ জল লাগানো যেতে পারে।

২. ভ্রু প্লাক করার পরপরই যতটা সম্ভব সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে। পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত গরম ভাপ ও ক্লোরিন সমৃদ্ধ জল এড়িয়ে চলতে হবে। ভ্রু প্লাকের পর ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়ে যায়। তাই সূর্যের আলো, গরম জল ও অতিরিক্ত তাপ এড়িয়ে চলুন।

৩. প্লাক করার পর ত্বকের ওই অংশে বারবার হাত লাগাবেন না। এতে হাতে লেগে থাকা ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে। প্লাকের পর যেহেতু লোমকূপ খোলা থাকে তাই সংক্রমণের ঝুঁকি থাকে।

৪. প্লাক করার ২৪ ঘন্টা পর্যন্ত মেকআপ করা বন্ধ করুন। নাইট ক্রিম লাগাবেন না। এতে খোলা লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে।

৫. ত্বক বেশি শুষ্ক হলে জ্বলুনি ভাব হতে পারে। এজন্য ময়েশ্চেরাইজার লাগাতে পারেন।

Back to top button