লাইফস্টাইল

সারাক্ষন মনিটরে চোখ? সুরক্ষা পেতে যা করা উচিত

অনেকেরই অফিসের কাজের জন্য ঘন্টার পর ঘন্টা কম্পিউটার মনিটরের সামনে পরে থাকতে হয়। অনেকের কাছে এটা পেশা আবার কারো কাছে এটা নেশা! যার ফলে মাথা ব্যথা, চোখ ব্যথা ও দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে সুরক্ষা পেতে কি করা উচিত জানা আছে কি। না জানা থাকলে জেনেনিন-

১-মনিটরের আলোর লেভেল কমিয়ে চোখের সহনীয় লেভেলে সেট করে রাখতে পারেন। অত্যন্ত ব্রাইট মনিটর থেকে চোখ ব্যথা হয়ে যেতে পারে।

২-আপনি কিছুক্ষন পর পর চোখে জল দিতে পারেন বা কিছুক্ষন চোখ বন্ধ করে রাখতে পারেন। এতে আপনার চোখ একটু বিশ্রামে থাকবে।

৩-মনিটর সেটআপ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বসার জায়গা থেকে এমন দূরত্বে মনিটরটি সেট করুন, যাতে সেটা আপনার চোখ থেকে ৪০-৭৫ সেন্টিমিটার দূরে হয়।

৪-আপনি যেখানে বসবেন সেখান থেকে যেন মনিটরের লেখাগুলো যাতে বোঝা যায়।কারণ, পরিষ্কার না দেখতে পেলে চোখের ওপর বেশি চাপ পড়বে। যা চোখের জন্য বেশ ক্ষতিকর ।

Back to top button