লাইফস্টাইল

মশার উপদ্রব কমাতে চান!তাহলে এই গানটি শুনুন প্রতিদিন

প্রত্যেক বাড়িতেই মশার উপদ্রব থাকে।মশার উপদ্রব নেই,এমন কোনো বাড়ি আছে কি?তবে ইদানিং গবেষনায় দেখা গেছে যে,‘ডাবস্টেপ’ ধাঁচের গান করে এমন ইংরেজি ব্যান্ড ‘স্ক্রিলেক্স’-এর একটি গান শোনানো হলে স্ত্রী মশা বংশবৃদ্ধি করে কম, এমনকি রক্ত পান করেও কম।এই গানের ওপর অনেক গবেষণা চলেছে।গবেষকরা জানতে চেয়েছিলেন,যে কোনো পরিবেশবান্ধবগান এর মাধ্যমে মূলত মশার উৎপাত কমানো যায় কি না।তারা স্ক্রিলেক্স ব্যান্ডের ‘স্কেয়ারি মন্সটারস অ্যান্ড নাইস স্প্রাইটস’এই গানটির ওপর একটি পরীক্ষা করেন।এবং একটি খাঁচায় স্ত্রী মশা রাখা হয় ১০টি, প্রজননের জন্য রাখা হয় একটি পুরুষ মশা এবং তাদের খাদ্য হিসেবে রাখা হয় একটি হ্যামস্টার (ইঁদুর ধরনের প্রাণী)। তারা দেখেন যে,গানটি বাজানোর সাথে সাথে মশাগুলো প্রজনন কম করে এবং হ্যামস্টারের রক্ত কম পান করে।১২ ঘণ্টা ক্ষুধার্ত থাকার পরেও মশাগুলো গান শুনে এতই বিভ্রান্ত হয় যে তারা প্রায় ২-৩ মিনিট অপেক্ষা করার পর রক্ত পান করা শুরু করে। এ ছাড়া গান শোনা মশাগুলো প্রজননও কম করে।

Back to top button