ভালোবাসার ৫টি পর্যায়ের মধ্যে আপনি কোন পর্যায়ে আছে জেনে নিন এবং খুব কম সংখ্যক জুটিই ৩য় পর্যায় পর্যন্ত যেতে পারে
জীবনে ভালোবাসা একটি পবিত্র বন্ধন।যা সবার জীবনেই এক একসময় আসে।তবে এই সম্পর্কে আসার পর অনেক বাধা-বিপত্তিতে পড়তে হয় উভয়কেই।ভালোবাসার বিভিন্ন পর্যায় রয়েছে যার ৩পর্যায়টিতে পৌঁছানো খুবই কঠিন।চলুন জেনে নেই সেই পর্যায়গুলো-
১।ভালোবাসার প্রথম দিক
প্রথম প্রেমে পড়ার অনুভূতি সত্যি দারুন।আর বিপরীত যখন হ্যা বলে তাহলে তো আর কোনো কথাই নেই।দুজনের পৃথিবী এক হয়ে যেন একটা সুন্দর স্বপ্নের দেশ তৈরী হয়।
২।মানিয়ে নেওয়া
তারপর সম্পর্কে চলে আসে মানিয়ে নেওয়ার সময়।কে কতটা মানিয়ে নিতে পারছে তার ওপরই নির্ভর করে সম্পর্ক। যখন তারা একে অপরের পাশে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দেন তখন তারা বুঝতে শুরু করেন প্রেম ভালোবাসা সত্যিই কল্পনার মতো মধুর নয়।
৩।অসুন্তুষ্টি শুরু হয়ে যায়
ভালোবাসার তৃতীয় ধাপ হলো এটি।অনেকের সম্পর্কই এই পর্যায়ে এসে ভেঙে যায়।কারণ সেই সময় দুজনের মধ্যে বোঝাপড়া ঠিক না হলে সম্পর্কে ফাটল ধরে যায়।এ পর্যায়ে এসে বোঝা যায় সম্পর্কে সত্যিই ভালোবাসা ছিলো নাকি কোনো মোহে এ পর্যন্ত সম্পর্ক গড়িয়েছে।
৪।সামাজিক বন্ধন
সম্পর্কের স্থায়ী রূপ নেয় যখন সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়।তারা একে অপরের পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি যথেষ্ট গুরুত্বের সাথে নেয়।
৫।অবশেষ স্বপ্ন পূরণ
সামাজিক বন্ধনে রূপ নেওয়ার পর শুরু হয় স্বপ্ন পূরণের পালা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সামাজিক সম্পর্ক সব জায়গায়ই তারা অবস্থান তৈরি করে নেয় এবং জীবনের সত্যিকার মানে খুঁজে বের করেন।ছাড় দেওয়ার মানসিকতা না থাকলে কোনো সম্পর্কে জড়ানো উচিৎ নয়।