প্রেমের চেয়ে পারিবারিক বিয়েই ভালো, কেন জানেন?
প্রেম নাকি পারিবারিক, কোন বিয়ে ভালো? অনেকের মতে প্রেমের চাইতে পারিবারিক বিয়েই সবদিক থেকে ভালো। আবার অনেকের মতে পারিবারিক চাইতে প্রেমের বিয়ে ভালো। কিন্তু কোনটা ঠিক? যদি আপনার মনেও দ্বিধা থেকে থাকে, তাহলে চলুন জেনে নেয়া যাক কোন কারণে প্রেমের বিয়ের চাইতে পারিবারিক বিয়েই ভালো-
১-সামাজিকভাবে সামঞ্জস্যপূর্ণ থাকে পারিবারিক বিয়ে
যখন পারিবারিক বিয়ে হয় তখন শুধু দুই পরিবার পাত্র পাত্রী দেখেন না। সেই সঙ্গে পরিবারের সদস্যরা, কেমন তাদের সঙ্গে মিলিয়ে ওঠা যাবে কিনা এই সব কিছু দেখেই বিয়ে দেয়।আর এই বিয়েতে পরিবারও বেশ খুশি হয়ে থাকে।কিন্তু প্রেমের বিয়েতে কাউকে হয়তো মেনে নেয়, আবার কাউকে নেয় না।যার ফলে পরিবারের সদস্যদের সঙ্গে একটা ঝামেলা তৈরী হয়।
২-পারস্পারিক শ্রদ্ধা ও সম্মান বেশি থাকে
যখন দুটি পরিবার একসঙ্গে মিলেমিশে বিয়ের সিদ্ধান্ত নেন তখন পাত্র বা পাত্রী পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে চলার চেষ্টা করেন। পরিবারকেও সম্মান করে থাকে।
৩-একটুতেই খুশি পারিবারিক বিয়ে
পারিবারিক বিয়েতে পাত্র পক্ষ বা পাত্রী পক্ষ যা দেয় তা নিয়েই খুশি থাকে চায় এবং দুজনের মধ্যে মানিয়ে নেয়ার চেষ্টা বেশি দেখা যায়। এতে সম্পর্ক সুখের হয়।