লাইফস্টাইল

প্রাকৃতিক উপায়ে ঠোঁটের যত্ন নিন এইভাবে! জেনেনিন

সঠিক যত্নের অভাব ও রুক্ষতার কারণে যে কোন সময়ই ফাটতে পারে ঠোঁট। তবে ঠোঁট ফাটাই যে কেবল সমস্যা তা নয়, ঠোঁট কালচে হয়ে যাওয়া কিংবা মরা চামড়া জমে থাকাও বেশ দৃষ্টিকটু। এ ক্ষেত্রে ঘরোয়া যত্নেই পেতে পারেন প্রাকৃতিকভাবেই গোলাপি ও সুন্দর ঠোঁট। কীভাবে? জেনে নিন-

* ১ চা চামচ মধু ও ১ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। সামান্য গরম জল ও খানিকটা মোটা দানার চিনি মিশিয়ে ঠোঁটে ঘষুন। ৩ মিনিট পর ধুয়ে ফেলুন। ঠোঁটে জমে থাকা মরা চামড়া দূর হয়ে ঠোঁট হবে গোলাপি ও কোমল।

* কফির সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগান ঘষে ঘষে। ২ মিনিট ম্যাসাজ করার পর আরও ২ মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলুন।

* গোলাপের পাপড়ির সঙ্গে দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিন। ঘন মিশ্রণ লাগান ঠোঁটে। কয়েক মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

Back to top button