লাইফস্টাইল

নিয়মিত ১টি করে শুকনো লঙ্কা খাওয়ার দারুন উপকারিতা, জেনেনিন বিস্তারিত

রান্নায় একটু ঝাল না হলে যেন রান্না জমেই না।তাই কাঁচা বা শুকনো লঙ্কা ব্যাবহার করা হয়। নিশ্চই জানেন কাঁচা লংকায় ভিটামিন সি-তে ভরপুর। যা স্বাস্থ্যের জন্য ভালো। তবে আজ আমরা কাঁচা লঙ্কা নয়, শুকনো লঙ্কা নিয়ে আলোচনা করবো। কারণ, শুকনো লংকার দারুন কিছু উপকারিতা আছে যা অবাক করার মতো। আসুন তাহলে জেনে নেওয়া যাক-

হার্ট অ্যাটাক, স্টোকের ঝুঁকি কমাতে বেশ সহায়তা করে শুকনো লঙ্কা।প্রতিদিনের রান্নায় আপনি যদি কাঁচা লংকার পাশাপাশি শুকনো লঙ্কা দিয়েও একটি পদ রাখা উচিত। যা শরীর ও স্বাস্থ্য ভালো রাখে ।

এমনকি যারা প্রতিদিন নিরামিষ সবজিতে শুকনো লঙ্কা মিশিয়ে রান্না করে খান তাদের মৃত্যুর ঝুঁকি কম থাকে। তাই আপনি যদি বেশিদিন বাঁচতে চান তাহলে অবশ্যই শুকনো লঙ্কা খাওয়ার অভ্যেস করুন।

Back to top button