ত্রিশের পরে গর্ভধারণ? অবশ্যই সতর্ক থাকুন এসব বিষয়ে
এমন অনেক নারীই আছে যারা ক্যারিয়ার নিয়ে সচেতন। যার ফলে বিয়ে করতে করতে ২৫-২৬বছর বয়স হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে ৩০বছর বয়সও হয়ে যায়। এরপর যখন সেই নারী গর্ভবতী হন তখন ৩০ পার হয়ে যায়। তাই বয়স ৩০ পেরিয়ে গেলে গর্ভধারণের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। হতে হবে বাড়তি সতর্ক। আসুন জেনেনিন-
১-প্রি ম্যাচিওর ডেলিভারির ভয়
গর্ভধারণের ৩৭তম সপ্তাহের মধ্যে বা তার আগেই সন্তান জন্ম নেয়া হলো প্রি ম্যাচিওর ডেলিভারি।যার ফলে সেই সন্তান অন্যান্য সন্তানের তুলনায় অনেকটাই মানসিক দুর্বল থাকে। তাই যা করবেন ভেবেচিন্তে করতে হবে ।
২-রক্তচাপ বেড়ে যাওয়ার আশংকা থাকে
৩০ পেরিয়ে তারপর গর্ভধারণ করলে এই সমস্যা হয়ে থাকে। তবে ৩০-এর কম বয়সীদেরও এই সমস্যা দেখা দেয়। তবে বয়স ত্রিশ পেরিয়ে গেলে যেহেতু আমাদের শরীরে নানা রোগের বাসা বাঁধার প্রবণতা থাকে, তাই এসময় গর্ভধারণে উচ্চ রক্তচাপের আশঙ্কা থাকতে পারে।