লাইফস্টাইল

ত্বকের ৫ সমস্যায় সজনে পাতার দারুন কিছু উপকারিতা, জেনেনিন অবশ্যই

ত্বকের যত্নে সজনে গাছের পাতার জুড়ি নেই। ত্বকের বিভিন্ন সমস্যার সহজ সমাধান হচ্ছে সজনে পাতা। আসুন তাহলে জেনে নেওয়া যাক এর কিছু উপকারিতা সম্পর্কে-

১-ত্বকের বালিরেখা, ক্ষত, ঔজ্জ্বল্য বৃদ্ধি, কুঁচকানো ভাব ও বিভিন্ন দাগ ছোপ দূর করতে সজনের তেল ও সজনে পাতার গুঁড়ো দারুন কাজ করে ।

২-সজনের তেল ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে।

৩-বালিরেখা, অন্যান্য সমস্যা দূর করে। যার ফলে ত্বকের উজ্জ্বলতা আরো বেড়ে যায়।

৪-সজনের গুঁড়া কিংবা সজনের বীজ গ্রহণ করলে রক্ত পরিশ্রুত হয় যার ফলে ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকর হয়।

৫-সজনে ত্বকের বিভিন্ন ছিদ্র বন্ধ করতে সাহায্য করে।

কিন্তু কিভাবে ব্যাবহার করবেন?

সজনে পাতা গুঁড়া করে তার সঙ্গে মধু, এক টেবিল চামচ গোলাপ জল এবং আধা টেবিল চামচ লেবুর রস ও সামান্য পরিমান জল দিয়ে ঘন এবং মসৃণ পেস্ট তৈরি করুন। এরপর ত্বকে লাগিয়ে ১০মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

Back to top button