লাইফস্টাইল

২২ বছর বয়সের মধ্যে যদি বিয়ে না হয়, তাহলে মেয়েদের ৭ টি সমস্যার সম্মুখীন হতে হয়

কথায় আছে কুড়িতেই বুড়ি।আর তার মধ্যে আবার দুই বছর বেশি। মানে ২২। জানেন কি, ২২বছরের মধ্যে মেয়েদের বিয়ে না হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু বর্তমানে এখন অনেক মেয়েই আসছে যারা বিয়ে নয়, বরং স্বপ্ন দেখে নিজের ক্যারিয়ার গড়ে তোলার। কারণ তারা অন্যের ওপর ভরসা করে চলতে চায় না।

তবে আজ আমরা আলোচনা করবো অন্য কিছু নিয়ে। সেটা হলো, ২২বছরের মধ্যে মেয়েদের বিয়ে না হলে কোন কোন সমস্যায় মুখে পড়তে হয়। আসুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক-

১- মেয়েদের ২০ বছর পার হয়ে গেলে প্রত্যেক বাবা মায়ের যেন একটা চিন্তা থাকে তার মেয়েকে কি কেউ বিয়ে করবে। এই চিন্তা মেয়েদেরকেও ফেলে দেয়।

২-মেয়ে যদি পড়াশুনার জন্য বাইরে চলে যায় এবং তার থেকেও ছোট যদি সেই পাড়ায় কোনো মেয়ের বিয়ে হয় তাহলে তখন অনেকেই ওই মেয়ের বাবা মাকে জিজ্ঞেস করে মেয়ের এতো বয়স হয়ে গেলো এখনো বিয়ে দিচ্ছেন না যে। এই কথাটা বাবা মায়ের পাশাপাশি মেয়েদেরও খারাপ লাগে।

৩-একটু বেশি বয়সই মেয়েরা কখনোই বিয়ে বাড়িতে নিজের মতন সেজেগুজে যেতে পারেন না। কারণ সেখানেও তাকে একই প্রশ্নের মুখোমুখি পড়তে হয়।

৪-এমনকি কোনো এক বিয়ে বাড়িতে যদি একটু বেশি বয়সী মেয়ে যায় এবং দেখে তার থেকেও ছোট কারোর বিয়ে হচ্ছে তখন মনে মনে আঘাত লাগে।

৫-অবিবাহিত মেয়েরা আবার অনেক সময় একা পথে ঘটে চলতে পারেন না। কারণ, অনেক বাজে লোক আছে যারা সুযোগ বুঝে সেই অবিবাহিত মেয়েদের কাছে পেতে চায়।

৬-এমনকি কোনো মেয়ের ২২বছর হয়ে গিয়েছে। কিন্তু এখনো বিয়ে করেননি এটা সমাজের লোকজনের ভালো চোখে দেখেন না।

৭-যখন সমবয়সীরা এমনকী নিজের থেকেইও ছোটরাও যেখানে স্বামীর অথবা বয়ফ্রেন্ডের হাত ধরে সেখানে যাচ্ছে অথচ সেখানে তিনি সঙ্গীবিহীন তখন ওই মেয়েদের খারাপ লাগে ।

Back to top button