কানের এসব সমস্যা এড়িয়ে যাচ্ছেন, হতে পারে মারাত্মক বিপদ
শরীরের একটি গুরুত্ব পূর্ণ অঙ্গ হলো কান। কারণ, কান দিয়ে আমরা নানা রকম কথা শুনতে পারি।আচ্ছা একটু ভেবে দেখুন তো যারা কানে একদমই শুনতে পারে না তাদের কেমন লাগে। তাই আপনিও যদি তেমনটা না চেয়ে থাকেন তাহলে কানের এমন কিছু সমস্যা আছে যা কখনোই এড়িয়ে যাবেন না।কারণ, ওইসব সমস্যা এড়িয়ে গেলে হতে পারে মারাত্মক বিপদ। তাহলে জেনেনিন কোন কোন সমস্যা হলে আগে থেকেই সতর্ক হবেন-
১-কানে ব্যথা, ২-কান কটকট করা, ৩-কান ফুলে যাওয়া, ৪-মাঝে মধ্যে কানে কম শোনা। আপনার যদি কখনো এসব সমস্যা হয়ে থাকে তাহলে দেরি করবেন না।চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন।এমনকি উচ্চ শব্দে কানে হেডফোন দিয়ে গান শুনবেন না। এতে আপনারই ক্ষতি হতে পারে।
এমনকি স্নানের সময় যদি কানের মধ্যে জল ঢুকে যায় তাহলে তাহলে তা কখনোই খুঁচিয়ে বের করতে যাবেন না। এতে এর বিপরীত হতে পারে। তাই কখনো যদি স্নানের সময় আপনার কানে জল ঢুকে যায় তাহলে কোনোমতো পোশাকটা পাল্টে ডাক্তারের কাছে চলে যাবেন ও ডাক্তারের পরামর্শ নেবেন।