লাইফস্টাইল
আপনি কি গরীব হতে চলছেন,এই ৩টি লক্ষণেই বুঝে নিন
ইদানিং কি আপনার হাতে আগের মতো আর টাকা থাকছে না, আয় এর তুলনায় ব্যয় বেশি হচ্ছে।তাহলে বুঝতে আপনি গরিব হতে চলছেন,বিশেষ করে এই ৩টি লক্ষণ আরো ভালো করে আপনাকে জানান দেবে-
১।মন খারাপ হলে কেনাকাটা করা
আপনার মুড্ খারাপ থাকলেও আপনি কি আরো বেশি করে কেনাকাটা করতে চান।এতে করে অপ্রয়োজনীয় জিনিস কেনার সম্ভাবনা বেড়ে যায় এবং অর্থ অপচয় হয়।
২।দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকা
যদি আগামী শুক্রবার কি করবেন সেই পরিকল্পনা আপনার থাকে কিন্তু আগামী বছর আজকের দিনে আপনি কোথায় থাকবেন তার পরিকল্পনা না থাকে তাহলে আপনিও গরীব হতে চলছেন।
৩।নির্দিষ্ট আয়
একটি নিদ্দিষ্ট আয়ের বাইরেও আরো আয়ের অনেক সুযোগ রয়েছে।তাই আয় বাড়ানোর চেষ্টা করুন,নাহলে দিন দিন আপনি গরীব হতে থাকবেন। কারণ সময়ের সাথে সাথে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেতেই থাকে।