YES BANK-এর মালিকের উপর কড়া পদক্ষেপ নিলো সরকার, বিপাকে ব্যাঙ্কের CEO
আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে দেউলিয়া হওয়ার পথে ইয়েস ব্যাঙ্ক।সম্প্রতি সরকার গ্রাহকদের উদ্যেশে নির্দেশ দিয়ে জানিয়েছে যে আগামী ৩০ দিনের জন্য দিনে ৫০০০০ টাকার বেশি তোলা যাবেনা একাউন্ট থেকে। তারপরেই দেশ জুড়ে শুরু হয় নতুন গুঞ্জন পিএমসি ব্যাঙ্কের মতো ইয়েসব্যাংক -কি তাহলে দেউলিয়া হওয়ার পথে? সরকার ইতিমধ্যে ব্যাঙ্কের কমিটি ভেঙে দিয়ে নিজের হাতে দায়িত্ব নিয়েছে।
আজ ইয়েস ব্যাঙ্কের মালিক রানা কাপুরের বিদেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে ইডি।শুধু তাই নয় ব্যাঙ্কের সিইও রাবনিত গিলের বিরুধ্যে জারি করা হয়েছে লুক আউট নোটিস।
ইডি শুক্রবার ভোর পর্যন্ত রানা কাপুরের বাড়িতে তল্লাশি চালায়। তার বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু নথি।বৃহস্পতিবার রাতে ৬ জন ইডি আধিকারিক রানা কাপুরের ফ্ল্যাটে হানা দেয়।ইডি জানতে পারে কিছুদিন আগেই রানা কাপুর লন্ডনে গিয়েছিলেন। কিন্তু কেন গিয়েছিলেন তা ক্ষতিয়ে দেখছে কর্তৃপক্ষ।