অর্থনীতিখেলানিউজ

বিরাটের সন্তান কি হবে তা নিয়ে মন্তব্য করলেন বিখ্যাত জোতিষী

গত ২৭ আগস্ট বিরাট গোটা দেশকে চমকে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আগামী বছরের শুরুতেই তিনি বাবা হতে চলেছেন।

এরমধ্যেই আরবে আইপিএল খেলতে বিরাট এর সাথে চলে গেছেন স্ত্রী অনুষ্কা । সেখানে টিম ক্যাম্পেও চলেছে উপভোগ। বিরাটের সন্তান কী হবে তা নিয়েও শোরগোল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এবার তার সন্তান ক হবে সেই বিষয়েই বললেন ব্যাঙ্গালোরের এক বিখ্যাত জ্যোতিষী। পন্ডিত জগন্নাথ গুরুজী ভবিষ্যদ্বাণী করলেন যে মেয়ের জন্ম দিতে চলেছেন অনুষ্কা। অবশ্য, তিনি জানান যে, পুত্র হোক কি কন্যা, সবই ভগবানের দান।

Back to top button