SBI-গ্রাহকদের জন্য নতুন সুবিধে, বাড়িতে বসেই মিলবে নতুন পরিষেবা, জেনেনিন বিস্তারিত
আর ব্যাঙ্ক এ গিয়ে একাউন্ট স্টেটমেন্ট এর জন্য লাইন দিতে হবে না। এমনকি গ্রাহকদের স্টেটমেন্ট পাওয়ার জন্য প্রয়োজন পড়বে না এসবিআই এপ্লিকেশনও। বাড়িতে বসেই খুব সহজে গ্রাহকরা এখন থেকে পেয়ে যাবেন তার একাউন্ট স্টেটমেন্ট।
আর এই পরিষেবা প্রদানের জন্য ব্যাঙ্ক জারি করেছে কয়েকটা বিশেষ টোল ফ্রি নাম্বার। ওই নাম্বারে ফোন করলে মোবাইল ফোনেই কর্তৃপক্ষ পাঠিয়ে দেবে ব্যাঙ্ক স্টেটমেন্ট।
গ্রাহকদের ফোন করে শুধু জানাতে হবে তিনি কোন সময়ের বা কোন তারিখের স্টেটমেন্ট চাইছেন? তাহলেই নির্দিষ্ট ইমেইলে পৌঁছে যাবে গ্রাহকের স্টেটমেন্ট এর যাবতীয় তথ্য।
উল্লেখ্য, এর আগে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে হোয়াটসএপ ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক। জানা গিয়েছে, মিনি স্টেটমেন্ট, একাউন্ট ব্যালেন্স ছাড়া আরও অনেক পরিষেবা পাওয়া যাবে এই এপে। স্টেট ব্যাঙ্কের শেষ পাঁচটি লেনদেনের বিবরণ পাওয়া যাবে এখানে।
যাদের নম্বর রেজিস্টার করা থাকবে না তাদের প্রথমে রেজিস্টার করতে হবে। +৯১৯০২২৬৯০২২৬ এই নম্বরে ‘হাই’ লিখলে ব্যাঙ্কিং পরিষেবার জন্য রেজিস্টার্ড হয়েছেন এই বার্তা পেয়ে যাবেন