অর্থনীতিনিউজ

একসময় ছিলেন বিশ্বের ৬ নম্বর ধনী ব্যক্তি, এখন দেউলিয়া হয়ে গেছেন অনিল আম্বানি

রিলায়্যান্স এডিএজির চেয়ারম্যান অনিল আম্বানি ছিলেন একসময় বিশ্বের ৬ নম্বর ধনী ব্যক্তি। কিন্তু বর্তমানে তিনি হয়ে গেছেন দেউলিয়া। বর্তমানে তিনি তার আগের বিলাসবহুল জীবন যাত্রা ছেড়ে কাটাচ্ছেন খুবই সাধারণ শৃঙ্খলা পরায়ণ জীবন। অপরদিকে তার ভাই মুকেশ আম্বানি এখন এশিয়ার এক নম্বর ধনী ব্যক্তি।

কিন্তু অনিল আম্বানির অবস্থা এখন শোচনীয় তিনি নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেছেন ,আর বর্তমানে তার রোজগারের রাস্তা বন্ধ বলে নিজেই জানিয়েছেন অনিল আম্বানি।

সম্প্রতি চীনের ৩ টি ব্যাংকের পক্ষ থেকে তার বিরুধ্যে করা হয়েছে ঋণ ফেরতের মামলা। আর সেই মামলায় তিনি ব্রিটেনের হাইকোর্টকে জানিয়েছেন যে তিনি এখন গয়না বিক্রি করে কোর্টে মামলা লড়ছেন। আর সংবাদ মাধ্যমে তার জীবন যাপন সম্পর্কে যা প্রকাশ করা হয় তা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন তিনি। অনিল আম্বানি জানিয়েছেন তিনি এখন একজন সাধারণ মানুষের মতোই তার জীবন কাটান।

ব্রিটেনের আদালত গত মেয়ে মাসে মুকেশ অম্বানিকে তার বিশ্ব জুড়ে যে এক লক্ষ ডলারের বেশি মূল্যের সম্পত্তি রয়েছে তার তথ্য দেওয়ার নির্দেশ দেন। এছাড়া ২০১২ সালে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না, চায়না ডেভেলপমেন্ট ব্যাংক ও এক্সিম ব্যাংক অব চায়না থেকে নেয়া ৭১ দশমিক ৭ কোটি ডলার ফেরত দেয়ারও নির্দেশ দেওয়া হয় অনিল আম্বানিকে।

তার বিরুধ্যে চীনের ওই ৩ টি ব্যাঙ্ক মামলা করে জানিয়েছে যে তারা অনিল আম্বানির সংস্থাকে কয়েক হাজার কোটি টাকার ঋণ দিয়েছে। সেই সময় অনিল আম্বানি ব্যক্তিগত গ্যারান্টি দিয়ে লোন নিলেও এখন তিনি তা শোধ করছেন না। আর সেই কারণেই ওই তিনটি ব্যাঙ্ক তার বিরুধ্যে মামলা করেছে।

ব্রিটেনের আদালত এই মামলা প্রসঙ্গে অনিল অম্বানিকে প্রায় ৫৫০০ কোটি টাকার ঋণ খুব শিগ্রই মেটানোর জন্য নির্দেশ দিয়েছে। আর সেই সময় অনিল আম্বানি ভেঙে পড়েন ও বিচারককে জানান যে এখন তার পক্ষে এই ঋণ মেটানো সম্ভব নয় তিনি বৌয়ের গয়না বিক্রি করে মামলা লড়তে ব্রিটেনে এসেছেন।যদিও আদালত তাকে ফের তার সমস্ত সম্পত্তির হিসেব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

Back to top button