অর্থনীতি
Business: লক্ষ্মীবারে বড় পতন দেখালো SENSEX ও NIFTY,শেয়ারে ধসে চিন্তিত বিনিয়োগ কারীরা
দেশজুড়ে কিছুদিন ধরেই ফের বাড়ছে করোনা নিয়ে আশঙ্কা। আর সেই আশঙ্কার ঢেউ গিয়ে লাগলো শেয়ার বাজারেও বলে মনে করছে বিশেষজ্ঞরা। আজ বাজার খুলতেই দেখা গেলো তার প্রতিফলন।
সকাল সকাল শেয়ার মার্কেট থেকে এলো খারাপ খবর। বড় ধস নামলো নিফটির সূচকে। সেই সাথে পড়লো সেনসেক্স। গত ৩ দিন ধরে টানা এই সূচক বাড়লেও আজ বৃহস্পতিবার সকালে পতন হলো।
আজ সকালে বাজার খোলার সময় সেনসেক্স শুরু হয়েছিল ৫৮,৪৭৩.৬৭ পয়েন্টে কিন্তু কিছুক্ষন না যেতেই তা নেমে হয় ৫৯,৪০০ পয়েন্টে।
অপরদিকে নিফটি বাজার খোলার সময় ১৭,৭৬৮.৫০ পয়েন্টে থাকলেও পরবর্তীতে সূচক নেমে যায় ১৭,৭০০ পয়েন্টে। যার ফলে বাজারে সকাল থেকেই শেখ যায় বিনিয়োগ কারীদের মধ্যে উদ্বিগ্নতার ছাপ। যদিও শেয়ার বাজারের ক্ষেত্রে এই উত্থান -পতন স্বাভাবিক বিষয়। তবে বিনিয়োগ কারীরা এই ধসের জন্য দায়ী করেছেন দেশজুড়ে চলা করোনার নতুন ভ্যারেন্ট অমিক্রন কে।