শনিবার সকালে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন ফুটবলের ইতিহাসের জনপ্রিয় ব্যক্তিত্ব সুভাষ ভৌমিক। এ খবর পাওয়া মাত্রই শোকে স্তব্ধ সমগ্র কলকাতা ময়দান। “সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না”- একথা বলার মানুষটিকে সামনাসামনি দেখতে পাওয়া যাবে না আর। সমস্ত কোভিড বিধি মেনেই শেষকৃত্য সম্পন্ন করা হবে তাঁর। তবে কোভিডের কারণে ময়দানে নিয়ে যাওয়া হচ্ছে না ময়দানপ্রেমী সুভাষ ভৌমিকের মরদেহ। নিমতলা মহাশ্মশানে সম্পন্ন করা হবে শেষকৃত্য। এমনটাই জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
কিডনির সমস্যার জন্য দীর্ঘ সময় ধরে ভুগছিলেন তিনি। প্রায় সাড়ে তিন মাস ধরে ডায়ালাইসিস চলছিল। অবশেষে মারণ করোনা ভাইরাসের কুনজর পড়ল তাঁর ওপর। কেড়ে নিল ময়দানের প্রিয় ভোম্বলদাকে। শত্রুর থেকে কখনো পালাতে শেখেননি তিনি। তাই তাঁর অনুপস্থিতিতে নিস্তেজ ময়দানের সবুজ ঘাস।
আগামী ১লা ফেব্রুয়ারী ইস্টবেঙ্গল ক্লাবে আয়োজিত হবে প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিকের স্মরণসভা- এমনটাই জানিয়েছেন ক্লাবকর্তা দেবব্রত সরকার। ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান ও স্মরণসভার আয়োজন করবে। তবে ক্লাবকর্তা দেবাশীষ দত্ত তাঁর দিনক্ষণ এখনও নির্দিষ্ট করেননি।
ফুটবলের জগতে সুভাষ ভৌমিকের মৃত্যু অপূরণীয় এক ক্ষতি।
কলকাতা, চুমকি মাইতি