অর্থনীতি

রোজভ্যালি কান্ড: নতুন করে তৎপর ইডি, নিলো বড় পদক্ষেপ

৮০০০ কোটি টাকা নষ্ট করেছে রোজভ্যালি।কিন্তু বে-আইনি অর্থ লগ্নি সংস্থা রোজভ্যালির সেই মামলায় ইডি এখনো পর্যন্ত ১৪০০কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।ইডি অফিসারেরা বাকিসব টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু ও তাদের বিভিন্ন সংস্থার নাম থাকা প্রায় ৪০০০ হাজার ব্যাংক অ্যাকাউন্টগুলো নতুন করে তদন্ত করা শুরু করে দিয়েছে।আর সেটি করতে গিয়ে দেখা যাচ্ছে, জমি কেনা, ভাড়া নেওয়া, অন্য কোনো সম্পত্তি কেনা বা ভাড়া নেওয়ার ক্ষেত্রে বহু জায়গায় তিনি আগেই টাকা দিয়েছেন।আর তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে চুক্তি হয়েছে।আর কিছু কিছু ক্ষেত্রে তাও হয়নি।

ইডি অফিসারেরা এখন এই সব অগ্রিম টাকা বা টাকা দিয়ে বুক করা সম্পত্তি নিয়ে মাথা ঘামাচ্ছেন।ইডির থেকে জানা গিয়েছে, মধ্য কলকাতায় একটি নির্মাণ সংস্থার বহুতলের ১০,০০০ফুট এলাকা অফিসঘরের জন্য কেনার কথা হয়েছিল।ওই জমির দাম নির্ধারিত করা হয়েছিল ৪১ কোটি টাকা।২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অগ্রিম টাকা দেওয়া হয় ১৬ কোটি টাকা।এরপরই তিনি গ্রেফতার হন।আর অফিস ঘর-সহ তার ১৬ কোটি টাকা রয়ে গিয়েছে নির্মাণ সংস্থার হাতে।তা ইতিমধ্যেই তা বাজেয়াপ্ত করে তালা মেরে দিয়েছে ইডি।

সেই তদন্তের দ্বারা জানা গেছে, বাজারে রোজভ্যালির যত টাকা আছে, সেসব তো বাজেয়াপ্ত করা হবেই।আর সেই সাথে যেসব সম্পত্তি রয়েছে, তা বাজেয়াপ্ত করে সেই টাকাও নিজেদের হেফাজতে রাখতে চাইছে ইডি।আর সেই টাকা যেসব মানুষ রোজভ্যালিতে টাকা জমা দিয়ে আর ফেরত পাননি, তাদেরকে তাদের প্রাপ্য হিসেবে টাকা ফিরিয়ে দেবে ইডি।

Back to top button