নুসরাতের সাথে যশের ‘রোমান্টিক আলাপ’ ভাইরাল, নেটিজেনরা করছে সমালোচনা
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরাত জাহান। তিনি এক বছর আগেই ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনের সাথে। তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছে। নুসরাত বেশ বুদ্ধি করেই সামলাচ্ছেন স্বামী -সংসার -সাংসদ -ক্যামেরার কাজ।
কিন্তু হঠাৎ করেই আবার নুসরাত নেটিজেনদের কাছে হয়ে উঠলেন আলোচনার বিষয়। সোশ্যাল মিডিয়ায় নুসরাত ও যশের মধ্যে প্রেম পর্ব শুরু নিয়ে চলছে গুঞ্জন। আর তার মাঝেই জোশ ও নুসরাতের রোমান্টিক কিছু আলাপচারিতা দেখা গেলো সোশ্যাল মিডিয়াতে। তাই নেটিজেনদের মধ্যে বাড়ছে কৌতূহল।
সোশ্যাল মিডিয়ায় নুসরাতের সাথে ফ্লার্ট করছেন যশ। আর যশের ফ্লার্টিং মেসেজ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নুসরাতের সাম্প্রতিক একটি ভিডিওতে যশ কমেন্টস করেছেন “তুমি ডানা না মেলতে পারলে আমারটা নিতে পারো”।জবাবে নুসরাত লিখেছেন, “তুমি যদিও স্বর্গ খুঁজে না পাও। আমি তোমার সঙ্গে নরক অবধিও যেতে প্রস্তুত।”
আর এমন কথপোকথন মেনে নিতে পারেনি নেটিজেনরা। যশের উপরে নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন ‘নুসরাত নিজের ডানা মেলতে না পারলে তার স্বামী নিখিল তাকে সাহায্য করবে। তুমি কেন মাঝখানে ঢুকছ। উনাদের সংসার ভাঙার চেষ্টা করো না।’তার নিচেই আর একজন লিখেছেন, “নুসরাতের সুখের সংসার ভাঙলে দায়ী থাকবে যশ।”
ইতিমধ্যে নেটিজেনদের এই মন্তব্য চোখে পড়েছে নুসরাত ও যশের কিন্তু উত্তর দেননি টলিউডের দুই তারকা। তারা এক্ষেত্রে চুপ থাকায় শ্রেয় বলে মনে করেছেন।
View this post on Instagram