বিজয়ী হয়েও জড়িয়েছেন একাধিক বিতর্কে, ফিরিয়ে দেবেন পুরস্কার! জানালেন অর্কদীপ
জী বাংলা সারেগামাপা তে গত রবিবার গ্র্যান্ড ফাইনালে তে বিজয়ী হয় অর্কদীপ। তার বিজয়ী হওয়ার পরেই তাকে নিয়ে চলতে থাকে তুমুল তর্ক বিতর্ক। এই মুহূর্তে টলিউডের বিনোদন জগতে সবথেকে চর্চিত বিষয় হল অর্কদীপ। অনুষ্ঠান চিলাকালীন মানুষ সারেগামাপাড় গানের সম্পূর্ণ আনন্দ উপভোগ করেন। কিন্তু বিতর্ক তখনই ওঠে যখন সেই মঞ্চে বিজয়ী ঘোষিত হয় অর্কদীপ। বেশিরভাগ দর্শক ও শ্রোতারা অর্কদীপকে মানতে নারাজ। তাদের অধিকাংশের দাবী, এই জয়ের আসল হকদার হয় নীহারিকা কিংবা অনুষ্কা । এখানে যখনই অর্কদীপের নাম ঘোষিত হয় তখনই অনেকে মন্তব্য করে বসেন যে এই শো পূর্ব পরিকল্পিত। বিচারকরা টাকা খেয়ে এই বিচার করেছেন।
এদিকে এরকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরে ইমন, অর্কদীপ নিজে, লোপামুদ্রা, জয় সরকার সকলেই মুখ খুলেছেন এবং নিজেদের মন্তব্য সকলের সামনে পেশ করেছেন। এবারে অর্কদীপ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এসে সাক্ষাৎকার দিলেন ও নিজের অভিজ্ঞতার কথা সেখানে তুলে ধরলেন।
সারেগামাপা বিজেতা আর্কিওডিপি জানায় যে তার রাতারাতি খ্যাতির সাথে ভিসাথেও তার কপালে কুখ্যাতিও জুটেছে। একটা সময় খুব ক্রিকেট খেলতে পছন্দ করতেন অর্কদীপ। দাবা খেলার দিকেও ঝোক ছিল কিন্তু অবশেষে গানের জগতে চলে আসেন। তার নিজস্ব একটি গানের ব্যান্ড রয়েছে, নাম – ‘দ্য ফোক ডায়েরি’। মুম্বাইয়ে আন্তর্জাতিক স্তরের রিয়ালিটি শো করেছেন অর্কদীপ।
অর্কদীপ রসায়নে স্নাতক। এর পরে তিনি রবীন্দ্রাভারতী বিশ্ববিদ্যালয় থেকে লোকগীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভকে করেন। এখন তিনি জী বাংলা সারেগামাপা বিজেতা। তারপরেও অর্কদীপ জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের সময় তিনি প্রশ্ন তোলেন যে, লোকগান গাইলে সেরা হওয়া যায় না? পারলে সারেগামাপা-র পুরস্কার ফিরিয়ে দিতাম।