পোখরাজের স্ত্রী হিসাবে রঞ্জাকে কি মেনে নেবে পোখরাজের বাড়ির লোক? মহাচমক আসছে ‘এক্কা দোক্কা’য়
লেখিকা লীনা গাঙ্গুলির লেখা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে বর্তমানে বেশ চর্চায় রয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘এক্কা দোক্কা’। জনপ্রিয় এই বাংলা সিরিয়ালটি খুব কম সময় দর্শকদের জনপ্রিয় হয়ে উঠেছে। এই সিরিয়ালে ফের একবার ভুল বোঝাবুঝির মুখোমুখি রাধিকা-পোখরাজ! তাহলে কি এবার সারাজীবনের মতো বিচ্ছেদ হতে চলেছে তাদের? ধারাবাহিকে রাধিকার চরিত্রে অভিনয় করছেন ‛মোহর’ খ্যাত সোনামনি সাহা। অন্যদিকে ‛পোখরাজ’-র চরিত্রে অভিনয় করছেন ‛শ্রীময়ী’ খ্যাত সপ্তর্ষি মৌলিক।
দুই ডাক্তারি পড়া শিক্ষার্থীকে নিয়ে স্টার জলসায় শুরু হয়েছিল এই ধারাবাহিক। প্রথমদিকে দুজনের আধায়-কাঁচকলায় সম্পর্ক থাকলেও পরে তারা একে অপরকে বিয়ে করে। তবে তাদের সেই সম্পর্ক টেকেনি। ডির্ভোসও হয়ে গিয়েছে তাদের। এরপর পোখরাজের গায়েব হয়ে যাওয়া নিয়ে রাধিকার দিকে আঙ্গুল তুলেছিল পোখরাজের পরিবার। এমনকি রাধিকাকে থানায় অবধি টেনে নিয়ে গিয়েছিল। তবে, এসবের মাঝেই একেবারে অন্যদিকে ঘুরে গিয়েছে সিরিয়ালের গল্প।
আর যা দেখে অবাক নেটিজেনরা! ফের একবার বিয়ের পিঁড়িতে বসেছে পোখরাজ। তবে চাপে পড়ে সে এই বিয়ে করেছে। রঞ্জা নামের একটি মেয়েকে সে বিয়ে করেছে। রঞ্জাকে নিয়ে বাড়িতে হাজির হয়েছে পোখরাজ। আর এই নিয়ে আবারও নতুন করে ভুল বোঝাবুঝি হয়েছে রাধিকা-পোখরাজের মধ্যে।
ওদিকে বুবলু রাধিকার হয়ে পোখরাজের সঙ্গে কথা বলতে গেলে তাদের একে অপরের মধ্যেও নানান কথা নিয়ে তর্ক বিতর্ক লাগে। এদিকে আবার ডঃ অনির্বাণ গুহ রাধিকাকে বোঝানোর চেষ্টা করে পোখরাজ এই বিয়েটা অভিমানের বশেই করেছে।