কালো, কুৎসিত, দাঁত উঁচু পর্দার ‘ওগো নিরুপমা’র নিরুপমা বাস্তব জীবনে কে, কি তাঁর আসল পরিচয়?
ষ্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‘ওগো নিরুপমা’। এই ধারাবাহিকে নিরুপমা অর্থাৎ অর্কজা আচার্য নিজের অভিনয়বের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। ধারাবাহিকে আবিরের চরিত্রে অভিনয় করতে দেখা যায় টেলিভিশনের পরিচিত মুখ গৌরব রায়চৌধুরিকে। আর গৌরবের সৎ মা অর্থাৎ খল চরিত্রে অভিনয় করেছেন তুলিকা বসু।
ধারাবাহিকে অভিনেত্রীর চরিত্রটি আলাদা। এখানে অভিনেত্রী একজন কালো কুৎসিত। অপরদিকে নিরুপমার বিপরীতে থাকা আবির চরিত্র বেশ সুদর্শন। “আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব……” । এই নিয়েই শুরু হয়েছিল গল্প। সৌন্দর্যের নতুন রূপ দেখাতেই এই ধারাবাহিকের সূচনা।
অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন । বেশ জনপ্ৰতীয় তিনি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নিরুপমা ওরফে অর্কজা আচার্য এতদিন সোশ্যাল মিডিয়া থেকে গায়েব ছিলেন। এবারে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সরাসরি এসেই ধামাকা দিয়ে দিলেন। সেই কালো, কুৎসিত, দাঁত উঁচু নিরুপমা এখন একদম আলাদা।এই নিরুপমা আলাদা। এই নিরুপমার চোখ অত্যন্ত অকর্ষনীয়। তার চোখের জাদুতে ঘায়েল বহু পুরুষ। শরীরে আলাদা গ্ল্যামার, বিনয়ী, বোল্ড, এবং আধুনিকা। একদিন কুৎসিত নিরুপমা ওরফে অর্কজা নিজের আত্মবিশ্বাসের জোরেই নিজেকে প্রতিষ্ঠা করতে চাইত। এখন সে প্রতিষ্ঠিত। এই ধারাবাহিকের প্রোমো আসতেই প্রশ্ন উঠেছিল,’জসসি জ্যায়সি কোয়ি নহি’ বাংলায়? ‘পহলে দর্শনধারী’ এই প্রবাদতকে ভেঙে ফেলতে চেয়েছিল নিরুপমা।
View this post on Instagram
অভিনয় জগতের এই কুৎসিত অভিনেত্রী বাস্তব জীবনেও কি এতটাই রূপহীন? কথা হল এই অর্কজা আচার্য কে? অভিনেত্রীর বাস্তব জীবনেও কি কালো, কুৎসিত, দাঁত উঁচু ? যদি এরকমটা না হয় তাহলে কি এর উল্টোটা হবে? এখন কথা হচ্ছে অভিনেত্রী অভিনয়ে যেরকমটা দেখতে বাস্তবে তা নয়। বাস্তবে অভিনেত্রী একজন সুন্দরী নারী। তিনি বাস্তব জীবনে সুন্দরী, কামুক ও সেক্সি এবং আকর্ষণীয় নারী। থিয়েটার দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী। কিন্তু বর্তমান টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। তিনি নাকি প্রেমও করছেন ‘রানী রাসমণি’ ধারাবাহিকের ভোপাল অর্থাৎ বিশ্ববসু বিশ্বাসের সাথে।
View this post on Instagram