আবার কবে অভিনয়ে ফিরবেন ‘শ্রীময়ী’র ‘জাম্বো’ ওরফে রোহিত? মুখ খুললেন স্বয়ং অভিনেতা নিজেই
রোহিত সামন্ত ছোটপর্দার অতি সুপরিচিত অভিনেতা। শেষ বার তাকে দেখা গিয়েছিলো শ্রীময়ী ধারাবাহিকে । তবে, তিনি “বয়েই গেলো” সিরিজে অর্জুন চরিত্রে বেশি জনপ্রিয়তা পান।
শ্রীময়ী সিরিজে তাকে নেতিবাচক চরিত্র হিসেবে বিবেচনা করা হয়। এরপর পর্দা থেকে উধাও হয়ে যান তিনি। সময়ে সময়ে গুজব ছিল যে এটি উৎপাদনে যাবে। তার প্রযোজনা প্রতিষ্ঠান মিসিং ক্রুজ। চলতি ধারাবাহিকের নাম পঞ্চমী। সে কারণেই তিনি এখন ব্যস্ত।
তাহলে কি অভিনয়ে ফিরবেন না রোহিত? কবে ফিরবেন সিরিজে? টলিউড ফোকাস কলকাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে এই প্রশ্নগুলো করেছেন অভিনেতা। তিনি বলেন, “খুব বেশি আমি সিরিয়ালে কাজ করেনি, কিন্তু এই প্রশ্নটা সবাই জিজ্ঞেস করে সিরিয়ালে কবে ফিরব। এমনকি আমার মাও বলে তুই কবে সিরিয়াল করবি। যতটুকু কাজ করেছি, লোকে মনে রেখেছে এবং তার আরও কাজ দেখতে চায়। এই ভালোবাসাটা পাওয়ার জন্য গ্রেটফুল। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। চেষ্টা করব সেটা ফেরত দেওয়ার। এই মুহূর্তে যেই কাজটা করছি সেটা ভালো করে করতে চাই। তাই বলতে পারছি না কবে ফিরব। প্রোডাকশন হাউস নিয়ে যখনি বোর হব সেদিন আবার ফিরে যাব”।