বিনোদন

কবে কোথায় প্রথম দেখা হয়েছিল সৌমিত্র ও উত্তম কুমারের

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় প্রয়াত অভিনেতা উত্তম কুমার চট্টোপাধ্যায়। যিনি ৪০বছর আগে এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। আর আজ রবিবার সকালে আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তম কুমার ও সৌমিত্র একসময় খুব ভালো বন্ধু ছিল।কিন্তু হঠাৎ একটা সময় উত্তম কুমার মারা যাওয়ায় একা হয়ে যান সৌমিত্র। কিন্তু কবে কোথায় প্রথম দেখা হয়েছিলো সৌমিত্র চট্টোপাধ্যায় ও উত্তম কুমারের?

পরিচালক তপন সিনহার পরিচালিত ‘ঝিন্দের বন্দি’ ছবিতেই নাকি প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন সৌমিত্র ও উত্তম কুমার। ১৯৬১সালে মুক্তিপ্রাপ্ত ওই সিনেমার শুটিং সেটাই নাকি দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। আর এই কথা সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই জানিয়েছেন। তবে পরিচয়টা কিন্তু অনেকদিন আগেই হয়েছিল। সৌমিত্রর শ্যালকের খুব কাছের বন্ধু ছিলেন উত্তম কুমার।আর সেই কারণেই নাকি সৌমিত্রর বোনের বিয়েতে সৌমিত্রের শ্যালকের সূত্রে হাজির হয়েছিলেন উত্তম।এরপর দুজন দুজন পরিচয় হয়েছিল। এরপর একসঙ্গে সিনেমায় অভিনয় হাসি ঠাট্টা ঝগড়া। এই সব কিছু মিলেই এগিয়েছিল এই দুই অভিনেতার বন্ধুত্ব।

সৌমিত্র ও উত্তমকে নিয়ে বাঙালি সমাজে শুরু হয়েছিল দ্বিধাবিভক্ত।সৌমিত্র নাকি ছিলেন ‘সেরিব্রাল’ অর্থাৎ ‘মস্তিস্ক দিয়ে অভিনয় করেন’। আর অন্যদিকে উত্তম কুমার হলেন ‘পপ আইকন’ অর্থাৎ ‘জনপ্রিয়তাই তার সব’। তবে এমন কথা সৌমিত্র কোনো দিনও বিশ্বাস করতেন না। সৌমিত্রের মতে, ‘একজন ভালো অভিনেতাকে সেরিব্রাল হওয়ার পাশাপাশি একজন ডাউন-টু-আর্থও হতে হয় । কারণ একজন মস্তিস্ক দিয়ে অভিনয় করা অভিনেতাকেও মাটিতে পা রেখে চলাফেরা করতে হয়।নাহলে, আপনি একজন ভালো অভিনেতা কখনোই হতে পারবেন না।’

Back to top button