বিনোদন

কবে মুক্তি পাচ্ছে আলিয়ার ‘গাঙ্গুবাই’? মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন বানশালি

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল দিল্লির সিনেমা হলগুলো। তৃতীয় ঢেউ সামলাতে সতর্কতা হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার কারণে বলিউডের একাধিক ছবির রিলিজ পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন নির্মাতারা। এবার কেজরিওয়াল সরকার ৫০ শতাংশ দর্শক নিয়ে হল খোলা রাখার নির্দেশ দিয়েছে।

ফলে ফের আশার আলো দেখতে শুরু করেছেন নির্মাতারা। সঞ্জয়লীলা বানশালির ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। শুক্রবার দিল্লি সরকারের এমন সুখবর ঘোষণার সঙ্গে সঙ্গে পরিচালক ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ রিলিজের দিনক্ষণ ঘোষণা করলেন।

অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে আলিয়া ভাট অভিনীত বানশালীর দ্বিতীয় ‘ম্যাগনাম অপাস’ প্রজেক্ট ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ফেব্রুয়ারির ১৮ তারিখে রিলিজ করা হবে। কিন্তু ওমিক্রনের ঊর্ধ্বগতি সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল। ভারতের একাধিক রাজ্যের প্রেক্ষাগৃহে তালা ঝুলতেই লোকসানের ঝুঁকি নিতে চাননি পরিচালক।

তবে এবার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ মুক্তির নতুন দিনক্ষণ ঘোষণা করলেন বানশালি। ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে রিলিজ হবে এ সিনেমা। অর্থাৎ আলিয়া অভিনীত সিনেমার মুক্তি পিছিয়েছে এক সপ্তাহ। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশ্যে এসেছিল সিনেমাটির টিজার। যা দেখে দর্শক মুক্তির অপেক্ষায় দিন গুনছেন।

পাশাপাশি আরেকটি সুখবর রয়েছে। আলিয়া ভাট, অজয় দেবগণ অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র প্রিমিয়ার হবে ৭২তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। ১০ দিনব্যাপী এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কোন দিন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ প্রদর্শিত হবে, সেই নির্দিষ্ট তারিখ অবশ্য এখনও জানা যায়নি।

Back to top button