পরনে হলুদ সালোয়ার কামিজ, কোমরের ঠুমকায় লাস্যময়ী তৃনা, মুহূর্তে ভাইরাল ভিডিও
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। তবে বাস্তবে প্রেমিক নীল ভট্টাচার্য্যের সঙ্গে নয়। জানা যায়, এবার পর্দায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। বর্তমানে ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন তৃনা সাহা। যেখানে তাকে ‘গুনগুন’ চরিত্রে দেখা যাচ্ছে। আর সেখানেই সৌজ্যনের সঙ্গে বিয়ে হচ্ছে গুনাগুনের।
তৃনা সাহা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কনের সাজে একটি ছবি পোস্ট করেছিলেন। যা রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। তবে তৃনার সেই ছবি দেখে চমকে গিয়েছিলো নেটিজেনরা । তবে এবারও একটি ভিডিও পোস্ট করেছেন তৃনা সাহা। তবে এবার কনের সাজে নয়, বরং অন্য রূপে ধরা দিলেন অভিনেত্রী। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।
পুরো ওয়েডিং লুকে ফের রিল ভিডিও শেয়ার করেছেন তৃনা সাহা । রিল ভিডিওতে একের পর ভিডিও শেয়ার করে তিনি নেটিজেনদের মন জয় করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কাল হো না হো সিনেমার ‘মাহি ভে’ গানে নাচ করছেন তৃণা । পরনে রয়েছে হলুদ স্যালোয়ার কামিজ। বেশ মিষ্টি লাগছিলো দেখতে । আর এই ভিডিওটি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
View this post on Instagram
Wedding da Season @sonnalmishra 💃😍 . . #khorkuto #starjalsha #reelitfeelit #feelkaroreelkaro #inst