এই প্রথমবার বিদেশে বাংলা ধারাবাহিকের শুটিং! ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের প্রমো দেখে অবাক দর্শকরা
বর্তমানে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘বাংলা মিডিয়াম’ । বেশ কয়েক মাস আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল এই ধারাবাহিক। এই সিরিয়ালের হাত ধরেই বাংলা ধারাবাহিক প্রেমিকরা ফিরে পেয়েছেন কৃষ্ণকলি ধারাবাহিকের জনপ্রিয় জুটি নিখিল-শ্যামাকে। নীল-তিয়াসার জূটিকে আবারো নতুনভাবে টিভির পর্দায় দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই দর্শকরা বেশ উৎসাহিত।
এই ধারাবাহিকের নায়ক নায়িকা ইন্দিরা-বিক্রম চরিত্রে কেন্দ্র করে নতুন রূপে ফিরেছেন জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তিয়াসা লেপচা। প্রথম দিকে এই জুটি দর্শকদের মনে জায়গা না করতে পারলেও ইদানিং এই জুটি দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। তবে নীল ও তিয়াসা বাদেও আরো অন্যান্য বড় মাপের অভিনেতা-অভিনেত্রীরা এখানে কাজ করছে।
সম্প্রতি এই ধারাবাহিকের গল্প অনুযায়ী তারা বাইরে গেছে শুটিং করতে। আর এই প্রথম কোনো বাংলা সিরিয়াল শুটিংয়ের জন্য পাড়ি দিল বিদেশের পথে। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমো এসেছে সামনে। ব্যাংককের পাটায়াতে বাংলা মিডিয়াম ধারাবাহিকের কলা-কুশলীরা গেছে শুটিংয়ের কাজে।
সেখানে খাওয়া-দাওয়া থেকে শুরু করে সমুদ্র স্নান বিভিন্ন জায়গায় ছবি আপলোড, সব কিছু ভরে উঠছে সোশ্যাল মিডিয়ার পাতায়। উল্লেখ্য, ঠিক আগের কৃষ্ণকলি ধারাবাহিকের মতন এবারও নীল-তিয়াসার জুটি সকলকেই মুগ্ধ করে তুলছে।