বিনোদন

টিভি অ্যাক্টর সুশান্তের সঙ্গে সিনেমায় কাজে করতে চাননি পরিণীতি চোপড়া

সম্প্রতি অনুরাগ কাশ্যপ এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি সুশান্তের সাথে কাজ করতে চেয়েছিলেন। ‘হাসি তো ফাঁসি’-তে অভিনয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সবকিছু ঠিক ঠাক হয়ে যাবার পরেও শেষ মুহূর্তে ভেস্তে যায় সব প্ল্যান। কারণ পরিণীতি চোপড়াই সুশান্তকে ব্যাকআউট করেছিলেন সে টিভি-র অভিনেতা জন্য। আর তখন বেঁকে বসেন সুশান্ত।

অনুরাগ ওই সাক্ষাৎকারে জানান যে ২০১৪ সালে মুক্তি পাওয়া ওই ছবির প্রধান চরিত্র হিসেবে প্রথমে অভিনয় করার কথা ছিল সুশান্তের। আর বিপরীতে প্রয়োজন ছিল একজন অভিনেত্রীর। প্রথমেই প্রস্তাব যায় পরিণীতির কাছে। কিন্তু অনুরাগের কথা অনুযায়ী পরিণীতি রাজি হয়নি। পরিণীতি নাকি যুক্তি দেখিয়ে বলে যে সে ছোট পর্দার কোনও অভিনেতার বিপরীতে কাজ করবে না। তারপর অনুরাগ নাকি পরিণীতি কে বুঝিয়েছেন যে সুশান্ত ইতিমধ্যে PK সিনেমাতে অভিনয় করেছে ও এখন আর ছোট পর্দার অভিনেতা নয়।

তবে অনুরাগের কথা যদি সত্যি ধরে নেওয়া হয়। তাহলে দেখা যাবে এই পরিণীতি চোপড়াই যশরাজ প্রযোজনা সংস্থার ছবি ‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এ জুটি বেঁধে ছিলেন সুশান্তের সাথেই। তাই অনুরাগের কথা যদি সত্যি হয় তাহলে পরিণীতি কেন ওই ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করলেন ?

এই প্রসঙ্গে অনুরাগ জানান, পরিণীতির সঙ্গে কথা বলে জানতে পারি যশরাজ ব্যানারে একটি ছবি করছে ও। আমার মনে হয়, সুশান্তের সম্পর্কে পরিণীতিকে বিস্তারিত জানানোর পর ও যশরাজের সঙ্গে কথা বলে। এরপরেই ওই সংস্থা থেকে সুশান্তের কাছে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’র অফার আসে। আর সুশান্তও আমাদের কথা দিয়েও ওই ব্যানারে কাজ করতে চলে যান।এরপর সেই সিনেমাতে সুশান্তের পরিবর্তে নেওয়া হয় সিদ্ধার্থ মলহোত্রকে।আর ওই সিনেমাতে নায়িকা চরিত্রে অভিনয় করেন পরিনিতিই।

শুধু তাই নয় অনুরাগ কাশ্যপ জানিয়েছেন শুধু এটাও নয় কথা দিয়েও কথার খেলাপি আরও একবার করেছেন সুশান্ত। অনুরাগ কাশ্যপ এই প্রসঙ্গে বলেন ‘২০১৬ সালে আমার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সুশান্তের কাছে আমার লেখা এক স্ক্রিপট নিয়ে যায়। আমাদের উত্তর প্রদেশ এবং বিহারে বেড়ে ওঠা কোনো ছেলের দরকার ছিল। সুশান্ত স্ক্রিপ্ট শোনেও। কিন্তু এর পরেই ‘এমএস ধোনি’ মুক্তি পায়। হিট হয়। সুশান্তও আমার সঙ্গে আর যোগাযোগ করেনি। যদিও অনুরাগের বক্তব্য, এতে তিনি কিছু মনে করেননি। তবে ওই ছবিটি আর হয়নি।

অনুরাগ কাশ্যপ ওই সাক্ষাৎকারে বারবার বলেছেন যে যশরাজ ব্যানারের প্রতি সুশান্তের ছিল বিশেষ টান। যদিও সুশান্তের মৃত্যুর পর ওই সংস্থার বিরুধ্যে সুশান্তকে ভালো প্রজেক্ট থেকে দূরে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠে এসেছিলো। এছাড়া সেই সময় যশরাজের চুক্তি বোধ হওয়ার কারণে সঞ্জয় লীলা বানশালির রাম লীলা নামের সুপারহিট সিনেমাটি হাত ছাড়া হয়ে যায়।

সম্প্রতি অভিনেত্রী কঙ্গনা রানাউত এক সাক্ষাৎকারে বলেছিলেন, যশরাজের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিলে আদিত্য চোপড়া নাকি সুশান্তকে বলিউডে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছিলেন।

Back to top button